সংখ্যা পদ্ধতির ইতিহাস ধারণা ও প্রকারভেদ

যে সংখ্যা পদ্ধতিতে চিহ্নের অবস্থানের উপর মান নির্ভর করে সেটিকে কি বলে?

পজিশনাল বা অবস্থানগত সংখ্যা পদ্ধতি (Positional Numbering System): এই পদ্ধতিতে একটি সংখ্যা যে প্রতীকগুলো দিয়ে প্রকাশ করা হয় সেই প্রতীকগুলোর সংখ্যার অবস্থানের ওপর ভিত্তি করে সংখ্যার মান কম-বেশি হতে পারে। এখানে কোনো একটি সংখ্যার মান বের করার জন্য দরকার-

ক. সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান।

খ. সংখ্যা পদ্ধতির Base বা ভিত্তি।

গ. সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর অবস্থান বা স্থানীয় মান।

সংখ্যা পদ্ধতির ইতিহাস ধারণা ও প্রকারভেদ টপিকের ওপরে পরীক্ষা দাও