কৈশিকতা ও স্পর্শ কোণ

যে সমস্ত তরল দ্বারা কাচ ভিজে না তাদের স্পর্শ কোণ হবে-

Din B 17

স্পর্শ কোণ 90° অপেক্ষা বড় হলে স্থুল স্পর্শ কোণ হয়। যেসব তরলের ঘনত্ব কঠিনের ঘনত্ব অপেক্ষা বেশি সেসব তরল সাধারণত কঠিনকে ভিজায় না। এক্ষেত্রে স্পর্শ কোণ স্থূলকোণ হবে। যেমন পারদের ঘনত্ব কাচের ঘনত্ব অপেক্ষা বেশি। পারদ কাচকে ভিজায় না। এক্ষেত্রে স্পর্শ কোণ স্থুল কোণ হবে। পারদ এবং কাচের ভিতরকার স্পর্শ কোণ প্রায় 140 140^{\circ}

কৈশিকতা ও স্পর্শ কোণ টপিকের ওপরে পরীক্ষা দাও