রক্তে আমার অনাদি অস্থি
‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতার মূল প্রতিপাদ্য বিষয় কী?
• "রক্তে আমার অনাদি অস্থি" কবিতায় মূলত জাতির সংগ্রাম, মুক্তির আকাঙ্ক্ষা এবং স্বাধীনতার প্রতি অটুট বিশ্বাসের কথা বলা হয়েছে। এই পঙ্ক্তিতে কবি তার অস্তিত্বের সাথে জাতীয় সংগ্রামের অঙ্গীকারকে মিশিয়ে দেখিয়েছেন, যেখানে স্বাধীনতা ও সংগ্রামের চেতনা সব সময় মানুষের রক্তে প্রবাহিত হয়ে থাকে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
"সুরমা তোমার কাজল বুকের পলিত গলিত হেম।"- এখানে 'পলিতে গলিত হেম' বলতে বোঝানো হয়েছে-
i. বাংলার মাটি সোনার মত চকচকে
ii. বাংলার মাটিতে সোনার ফসল ফলে
iii. বাংলার মাটির মূল্য অনেক বেশি
নিচের কোনটি সঠিক?
এই পদ্মা এই মেঘনা, এই হাজার নদীর অববাহিকায়
এখানে রমণীগুলো নদীর মতো, নদী ও নারীর মতো কথা কয়।
এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে
নির্ভয়ে নীলাকাশ রয়েছে নুয়ে
যেন হৃদয়ের ভালোবাসা হৃদয়ে ফোটে
আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে।
‘মুগ্ধ মরণ বাঁকে বাঁকে’ বলতে বোঝানো হয়েছে-
i. নদীর বাঁকে মৃত্যুর ফাঁদ
ii. জীবন মরণের সম্পৃক্তি
iii. সত্যিকারে মৃত্যু বাধাহীন
নিচের কোনটি সঠিক?