রক্ত জমাট বাধা, প্লাজমা ও লসিকা তন্ত্র
রক্ত জমাট বাঁধার জন্য কোনটির প্রয়োজন নাই?
রক্তে ফিব্রিনােজেন, প্রোথোম্বিন, অনুচক্রিকা ও ক্যালসিয়াম আয়ন থাকে। যখন কোনাে স্থান কেটে যায় ও রক্ত গড়িয়ে পড়ে তখন ফিব্রিনোজেন ও অন্যান্য উপাদান মিলে জালের মত আবশী সৃষ্টি করে। ফলে রক্ত জমাট বঁধে। তবে রক্ত জমাট বাঁধার জন্য ইনসুলিনের প্রয়ােজন নেই।
স্বাভাবিক অবস্থায় রক্তনালীতে রক্ত জমাট বাঁধে না। কারণ হলো-
i. রক্ত প্রচণ্ড গতিতে অবিরাম প্রবহমান থাকে
ii. রক্তে হেপারিন নামক উপাদান থাকে
iii. রক্তনালীর ভিতরের প্রাচীর অমসৃণ থাকে
নিচের কোনটি সঠিক?
লসিকার সংবহনতন্ত্র কোন ধরণের?
লসিকা গ্রন্থি বেশি থাকে-
i. ঘাড়
ii. গলা
iii. বগল
নিচের কোনটি সঠিক?
কোনটি অ্যান্টিবডি তৈরি করে?