নোবেল বিজয়ী বাঙালি
রবীন্দ্রনাথের গীতাঞ্জলি-র ইংরেজি অনুবাদ প্রথম প্রকাশিত হয়-
নোবেল পুরস্কার বিজয়ী বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলী কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের নাম Song offerings এটি ইংরেজি ভাষায় অনূদিত, ১৯১২ সালে লন্ডনে প্রথম প্রকাশিত হয়।
রবীন্দ্রনাথের নিজেই গীতাঞ্জলি এর ইংরেজি অনুবাদ Song Offerings লিখেছেন।
আইরিশ কবি W.B Yeats শুধুমাত্র Song Offerings গ্রন্থের পরিচিতি (Introduction) অংশ লিখেছেন।