ঐকতান

রবীন্দ্রনাথ ঠাকুর 'ঐকতান' বলতে বুঝিয়েছেন-

ঐকতান টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question

হে সুন্দরী বসুন্ধরে, তোমা পানে চেয়ে কতবার প্রাণ,

মোর উঠিয়াছে গেয়ে প্রকাণ্ড উল্লাস ভরে,

ইচ্ছা করিয়াছে সবলে আঁকড়ি ধরি

এ বক্ষের কাছে সমুদ্র মেখলা পরা তব কটিদেশ;

প্রভাত রৌদ্রের মতো অনন্ত অশেষ ব্যপ্ত হয়ে

দিকে দিকে অরণ্যে ভূধরে কম্পমান পল্লবের হিল্লোলের পরে

করি নৃত্য সারাবেলা;

নমি আমি প্রতিজনে,

আদ্বিজ-চণ্ডাল, প্রভু, ক্রীতদাস!

সিন্ধুমূলে জলবিন্দু, বিশ্বমূলে অণু;

মগ্রে প্রকাশ!

নমি কৃষি-তন্তুজীবী,

স্থপতি, তক্ষক কর্ম, চর্মকার!

ঐকতান শব্দের অর্থ কী?

বহুদিন ধরে বহুক্রোশ দূরে

বহু ব্যয় করি বহু দেশ ঘুরে

দেখিতে গিয়াছি পর্বতমালা

দেখিতে গিয়াছি সিন্ধু।

দেখা হয় নাই চক্ষু মেলিয়া

ঘর হতে শুধু দুই পা ফেলিয়া

একটি ধানের শীষের উপর

একটি শিশির বিন্দু।