ক্রোমোজোম,নিউক্লিক এসিড, DNA ও RNA
রহিমের দেহের সকল কোষে এমন একটি উপাদান আছে যা বংশগতির আণবিক ভিত্তি হিসেবে কাজ করে এবং জীবের বৈশিষ্ট্যসমূহ বংশপরম্পরায় প্রজন্মে স্থানান্তর করে।
উদ্দীপকের উপাদানটির বৈশিষ্ট্য হলো-
i. দ্বিসূত্রক
ii. নাইট্রোজেন বেসে ইউরাসিল থাকে
iii. প্রতিলিপির মাধ্যমে সংখ্যা বৃদ্ধি হয়
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকে রহিমের দেহের সব কোষে থাকা একটি উপাদান এর কথা বলা হয়েছে, যা:
বংশগতির আণবিক ভিত্তি
জীবের বৈশিষ্ট্য বংশপরম্পরায় প্রজন্মে স্থানান্তর করে
অর্থাৎ এটি DNA (ডিএনএ)।
DNA দ্বিসূত্রক।এর নাইট্রোজেন বেসে থাইমিন থাকে।RNA তে ইউরাসিল থাকে
প্রতিলিপির মাধ্যমে বংশবৃদ্ধি হয়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই