ব্যাকটেরিওফাজ ও ভাইরাসজনিত রোগের লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধের উপায়
রাকিব তীব্র জ্বরে আক্রান্ত। তার অস্থি সন্ধি ও মাংস পেশিতে ব্যথা। চোখ লাল ও দেহে ফুসকুঁড়ি উঠেছে।
উদ্দীপকে রোগটি প্রতিরোধে করণীয় হলো –
এসপিরিন জাতীয় ওষুধ সেবন
দিনের বেলায় মশারী টাঙিয়ে ঘুমানো
বাড়ির আশেপাশে পানি জমতে না দেওয়া
নিচের কোনটি সঠিক?
রাকিব ডেঙ্গু জ্বরে আক্রান্ত।এই রোগ এডিস মশার মাধ্যমে বিস্তার লাভ করে।তাই দিনের বেলায় মশারী টাঙিয়ে ঘুমাতে হবে।মশার লার্ভা যাতে না জন্মায় তাই বাড়ির আশেপাশে পানি জমতে দেয়া যাবে না।ডেঙ্গু জ্বরে রোগীকে এসপিরিন জাতীয় ওষুধ দিলে মারাত্মক পরিণতি দেখা দিতে পারে, তাই এসপিরিন জাতীয় ওষুধ দেয়া যাবে না। ব্যথা ও জ্বর কমানোর জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ দিতে হবে।