বিলুপ্তপ্রায় জীব, বিলুপ্তির কারণ ও বিলুপ্তপ্রায় জীব সংরক্ষণ
রাজ শকুন Threatened Species এর প্রধান কারণ কোনটি?
রাজ শকুন: এর বৈজ্ঞানিক নাম Sarcogyps calvus। রাজ শকুন বৃহদাকৃতির পাখি। এর মাথা লাল এবং পালককাল। ঠোট কালচে বাদামি এবং ঘাড়ে লাল ঝুলন্ত লতিকা থাকে। লম্বায় প্রায় ২.৭৫ ফুট। এরা একা একা বা জোড়ায় থাকে। ভারত, পাকিস্তান থেকে শুরু করে দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার দেশ গুলোতে পাওয়া যেত। এরা মানব বসতির নিকটে আম বা বট গাছে বাস করে। শীতকালে একটি মাত্র ডিম পাড়ে এবং ৪৫ দিনে ডিম ফোটে। এর প্রধান খাদ্য মৃতদেহ। এর বিলুপ্তির অন্যতম কারণ হলো গবাদি পশুতে ডাইক্লোফেন নামক ব্যবহৃত ওষুধ। এ ওষুধ সরাসরি শকুনের কিডনি বিনষ্ট করে দেয়। অথচ শকুন কলেরা, যক্ষাসহ নানান জটিলরোগে আক্রান্ত গবাদি পশু খেয়ে পরিবেশ পরিচ্ছন্ন করে থাকে। বর্তমানে সারা বিশ্বে এর সংখ্যা প্রায় ১০,০০০। ২০১২ সালে একে অতিবিপন্ন (CE) ঘোষণা করা হয়েছে। এক সময়ের আবাসিক এই পাখি মাঝে মাঝে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে দেখা যায়। এদের সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
বীজ শুকিয়ে -20°C তাপমাত্রায় ফ্রিজিং করলে প্রায় অধিকাংশ বীজই শতাব্দী ধরে সংরক্ষণ করা যায়। এ ধরনের বীজ প্রায় ৭০ ভাগ। বাকি ৩০ ভাগ বীজকে বলে ?
বাংলাদেশে দুটি এলাকা আছে যেখানে পর্যটকরা সুরক্ষিত যানবাহনে চড়ে উন্মুক্ত চারণকারী বন্যপ্রাণী পর্যবেক্ষণ করে।
উদ্দীপকে সংশ্লিষ্ট স্থান সৃষ্টির উদ্দেশ্য—
বিলুপ্তপ্রায় বন্যপ্রাণীর সংরক্ষণ ও প্রজনন
ইকোট্যুরিজম, শিক্ষা ও গবেষণার ক্ষেত্র সৃষ্টি করা
নিচের কোনটি সঠিক?
নিচের কোনটি বাংলাদেশের একটি বিলুপ্তপ্রায় প্রাণী?
i. Gavialis gangeticus
ii. Kachuga kachuga
iii. Tenualosa ilisha
নিচের কোনটি সঠিক?
Red Data Book কত সালে প্রকাশিত হয়?