AI,robotics,virtual reality
রিনির বাবা একজন প্রকৌশলী । তিনি বিদশ থেকে গৃহস্থালীর কাজে সক্ষম এমন একটি রোবট নিয়ে আসলেন। রোবটটি নিখুঁতভাবে ঘুরে ঘুরে ঘরের সব কোনো পরিষ্কার করতে পারে। তার বাবা রোবটটিতে কিছু পরিবর্তন করতেই সেটি ঘরের বাইরে পাহারার কাজে নিযুক্ত হলো। রোবটটি চারদিকে ঘুরে ঘুরে নিখুঁতভাবে পরিষ্কার করতে পারে, কারণ- i) মানুষের চোখের ন্যায় ক্যামেরা রয়েছে ii) যান্ত্রিক পা রয়েছে iii) ৩৬০° ঘুরতে পারার ব্যবস্থা রয়েছে নিচের কোনটি সঠিক?
রোবট কথাটি বলা হলে যদিও সাধারণভাবে আমরা মানুষের আকৃতির একটি যন্ত্র কল্পনা করি, কিন্তু প্ৰকৃত
রোবট তার কাজের উপর নির্ভর করে যে কোনো আকারের বা আকৃতির হতে পারে। আজ থেকে এক যুগ আগেও রোবটের মূল ব্যবহার গাড়ির ওয়েল্ডিং কিংবা স্ক্রু লাগানোর মাঝে সীমাবদ্ধ ছিল। প্রযুক্তির
উন্নতির সাথে সাথে রোবটের কার্যপরিধিও বেড়ে যেতে শুরু করেছে এবং এমন কোনো কাজ নেই যেখানে রোবট ব্যবহার করা হচ্ছে না।
রোবটের গঠনে তিনটি নির্দিষ্ট বিশেষত্ব রয়েছে। সেগুলো হচ্ছে :
১. একটি রোবট যে নির্দিষ্ট কাজ করার জন্য তৈরি হয়, তার উপর নির্ভর করে একটি বিশেষ যান্ত্রিক গঠন হয়ে থাকে।
২. রোবটের যান্ত্রিক কাজ করার জন্য বিদ্যুৎ ব্যবহারের ব্যবস্থা থাকতে হয়।
৩. রোবটকে কম্পিউটার প্রোগ্রামিং
দিয়ে নিয়ন্ত্রণ করা হয়।
রোবট শিল্প এখনো তুলনামূলকভাবে
নতুন হলেও এটি সাগরের গভীরথেকে শুরু করে মহাকাশ পর্যন্ত সৰ জায়গায়, যেখানে মানুষের পক্ষে যাওয়া সম্ভৰ নয়, সেখানে কাজ করে যাচ্ছে।
তাই উপরের সব গুলো অপসন হবে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
প্রযুক্তির যে শাখা রোবটের ধারণা, নকশা, উৎপাদন, কার্যক্রম কিংবা ব্যবহার বাস্তবায়নে সংশ্লিষ্ট তাকে কী বলে?
অভ্যন্ত গোপনে শত্রুপক্ষের শিবিরে আঘাত হানার জন্য কোনটি ব্যবহার করা হয়?
ভার্চুয়াল রির্য়েলিটি পরিবেশ তৈরিতে কোনটি প্রয়োজন?
সমুদ্রের তলদেশে যেকোনো অনুসন্ধানী কাজ ও নদী বা সমুদ্রের নিচে টানেল নির্মাণে কোনটির সহায়তা নেওয়া হয়?