রুই মাছের রক্ত সংবহন তন্ত্র, শ্বসনতন্র ও বায়ুথলির গঠন
রুই মাছের হৃৎপিন্ড দুটি প্রকোষ্টযুক্ত এবং সাইনো- অ্যাট্রিয়াল বিভিন্ন কপাটিকা বিদ্যমান।
উদ্দীপকে উল্লিখিত কপাটিকার ক্ষেত্রে কোনটি সঠিক?
হৃৎপিন্ডের উপপ্রকোষ্ঠ প্রকোষ্ঠগুলোর সংযোগ ছিদ্রে
কপাটিকা (valve)থাকে। কপাটিকাগুলো শুধু সামনের দিকে খুলে, ফলে রক্তের পশ্চাৎগতি রুদ্ধ হওয়ায় রক্তের প্রবাহ থাকে একমুখী। বিপরীত প্রবাহে কপাটিকাগুলো বাধা দেয়। রুই মাছের
হৃৎপিন্ডে নিচে বর্ণিত কপাটিকাগুলো পাওয়া যায়–
সাইনো-অ্যাট্রিয়াল কপাটিকা (sino-atrial valve):
সাইনাস ভেনোসাস ও অ্যাট্রিয়ামের মাঝে অবস্থিত ছিদ্রপথে এ কপাটিকা থাকে।
অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা (Atrio-ventricular valve):
অ্যাট্রিয়াম ও ভেন্ট্রিকলের মাঝে অবস্থিত অ্যাট্রিও-ভেন্ট্রিকুলার ছিদ্রপথে এ কপাটিকা অবস্থান করে।
ভেন্ট্রিকুলো-বাল্বাস কপাটিকা (Ventriculo-bulbus valve):
এটি ভেন্ট্রিকল ও বাল্বাস অ্যাওর্টার মাঝে অবস্থিত কপাটিকা।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই