রেইনকোট

রেইনকোট' গল্পটি বিধৃত হয়েছে - i. উত্তম পুরুষের জবানিতে ii. সর্বজ্ঞ দৃষ্টিকোণে iii. নুরুল হুদার জবানিতে নিচের কোনটি সঠিক?

রেইনকোট গল্পটি প্রকাশিত হয় ১৯৯৫ সালে। ঢাকায় তখন মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ শুরু হয়েছে তার একটি ঘটনা এ গল্পের বিষয়। ঘটনার পরিপ্রেক্ষিতে কি পাকিস্তানি সেনাবাহিনী কলেজের শিক্ষকদের তলব করে এবং তাদের মধ্য থেকে নূরুল হুদা ও আবদুস সাত্তার মৃধাকে গ্রেফতার করে নির্যাতন চালিয়ে মুক্তিযোদ্ধাদের সন্ধান পাওয়ার চেষ্টা করে নুরুল হুদার জবানিতে গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে।মূলত নুরুল হুদাই গল্পের কথক হিসেবে কাজ করেছে। আর আমরা জানি উত্তম পুরুষের জবানিতে গল্পের চরিত্রই কথক হিসাবে কাজ করে যেটা রেইনকোট গল্পে প্রকাশ পেয়েছে।

রেইনকোট টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question

'সাবভার্সিভ অ্যাকটিভিটিজ' বলতে কী বোঝায়?

হত্যাকে উৎসব ভেবে যারা পার্কে, মাঠে, ক্যাম্পাসে, বাজারে

বিষাক্ত গ্যাসের মতো মৃত্যুর বীভৎস গন্ধ দিয়েছে ছড়িয়ে,

আমি তো তাদের জন্য অমন সহজ মৃত্যু করি না কামনা।

(তথ্যসূত্র: অভিশাপ দিচ্ছি- শামসুর রাহমান)

'রেইনকোট' গল্পে নুরুল হুদার ঝুলন্ত শরীর কাঁপতে থাকে কেন?

মুক্তিযুদ্ধ চলাকালে একটি ছাত্রাবাস থেকে মিলিটারিরা সাজ্জাদকে তুলে নিয়ে যায়। অমানবিক নির্যাতন চালিয়ে তারা তার পিতার সন্ধান চায়। ক্ষত-বিক্ষত হয়েও সাজ্জাদ নীরব থাকে। মনে পড়ে বাবার শেষ উপদেশ, "জীবনের চেয়ে দেশ, অনেক বড়।" নিজেকে একজন দেশপ্রেমী মুক্তিযোদ্ধার সন্তান মনে করায় তার বুক ফুলে ওঠে।