চাষার দুক্ষু
রোকেয়া সাখাওয়াতের মতে কৃষকের দারিদ্র্য ঘুচবে-
i. সভ্যতার বিকাশে
ii. শিক্ষার বিস্তারে
iii. দেশীয় শিল্পের প্রসারে
নিচের কোনটি সঠিক?
• রোকেয়া সাখাওয়াত হোসেন ছিলেন একজন প্রথিতযশা বাঙালি সাহিত্যিক এবং সমাজকর্মী। তার লেখা ও চিন্তাধারায় কৃষক সমাজের উন্নতি এবং দারিদ্র্য দূরীকরণের বিষয়ে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বিশ্বাস করতেন যে কৃষকের দারিদ্র্য ঘুচাতে হলে দুইটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রের উন্নয়ন ঘটাতে হবে: সভ্যতার বিকাশে এবং দেশীয় শিল্প।
আব্দাল মিয়া একজন কুমোর। সাত পুরুষ ধরে তার পরিবারের সবাই এই পেশায় জড়িত। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে মাটির তৈজসপত্রের চাহিদা কমে যাওয়ায় তার আর্থিক অবস্থা আর আগের মতো নেই। তবে সে ভেঙে পড়েনি। পরিবারের সকলের সহযোগিতা ও কর্মমুখী শিক্ষা গ্রহণ করে অন্য পেশায় নিয়োজিত হয়ে সে অনেকটা আত্মনির্ভরশীল। পাশাপাশি সে সাত পুরুষের পেশাও ছাড়েনি। সময় পেলেই সে মাটির শৌখিন জিনিসপত্র তৈরি করে বিক্রি করে।
আগে কী সুন্দর দিন কাটাইতাম।
গ্রামের নওজোয়ান হিন্দু-মুসলমান
মিলিয়া বাউলা গান ঘাটুগান গাইতাম।
বর্ষা যখন হইত গাজির গাইন আইত
রঙ্গে ঢঙ্গে গাইত আনন্দ পাইতাম
বাউলা গান ঘাটুগান আনন্দের তুফান
গাইয়া সারিগান নাও দৌড়াইতাম।"- এই কবিতাংশে কৃষকদের এত আনন্দের
কারণ তাদের অর্থনৈতিক স্বনির্ভরতা।
লর্ড কারমাইকেলের নাম কোন রচনায় উল্লেখ রয়েছে?
'৫০ বছর পূর্বের চাষার অবস্থা কী ভালো ছিল?'- প্রাবন্ধিকের এ কথার অর্থ কী?