আন্তর্জাতিক বিষয়াবলি
‘লয়া জিরগা’ কোন দেশের আইন সভা?
আফগানিস্তানের বিভিন্ন সম্প্রদায়, সম্মানিত উপজাতীয় ও রাজনৈতিক নেতাদের সর্বোচ্চ পরিষদ 'লয়া জিরগা' (Loya Jirga)। আফগানিস্তানের দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার নাম 'ন্যাশনাল অ্যাসেম্বলি' (National Assembly)। নিম্নকক্ষের নাম 'ওলেসি জিরগা' (ইংরেজিতে House of the People) এবং উচ্চকক্ষের নাম 'মেশরানো জিরগা' (ইংরেজিতে House of Elders) ।