রক্ত জমাট বাধা, প্লাজমা ও লসিকা তন্ত্র

লসিকার সংবহনতন্ত্র কোন ধরণের?

আবুল হাসান স্যার

লসিকার সংবহনতন্ত্র উম্মুক্ত ধরণের, যার ফলে যে সমস্ত স্থানে রক্ত পৌঁছাতে পারে না সেখানে লসিকা কোষগুলোকে খাদ্য উপাদান, অক্সিজেন প্রভৃতির জোগান দেয়।ক্ষুদ্রান্ত্র থেকে শোষিত চর্বিকণা লসিকার মাধ্যমেই শোষিত হয় এবং তারপর রক্ত-সংবহনে প্রবেশ করে।

রক্ত জমাট বাধা, প্লাজমা ও লসিকা তন্ত্র টপিকের ওপরে পরীক্ষা দাও