রক্ত জমাট বাধা, প্লাজমা ও লসিকা তন্ত্র
লসিকার সংবহনতন্ত্র কোন ধরণের?
লসিকার সংবহনতন্ত্র উম্মুক্ত ধরণের, যার ফলে যে সমস্ত স্থানে রক্ত পৌঁছাতে পারে না সেখানে লসিকা কোষগুলোকে খাদ্য উপাদান, অক্সিজেন প্রভৃতির জোগান দেয়।ক্ষুদ্রান্ত্র থেকে শোষিত চর্বিকণা লসিকার মাধ্যমেই শোষিত হয় এবং তারপর রক্ত-সংবহনে প্রবেশ করে।
লসিকা গ্রন্থি বেশি থাকে-
i. ঘাড়
ii. গলা
iii. বগল
নিচের কোনটি সঠিক?
প্লাজমা প্রোটিনের উপাদান কোনগুলো?
ফারিনের হাত আপেল কাটতে গিয়ে কেটে গেল। এর ফলে সেখান থেকে লাল তরল পদার্থ বের হল । এতে এক ধরনের Y আকৃতির জৈব রাসায়নিক পদার্থ আছে যা তার দেহের রোগ প্রতিরোধ করে।
RBC তে ঋণাত্মক আয়নের ঘাটতি দেখা দিলে প্লাজমা হতে ক্লোরাইড আয়ন RBC তে প্রবেশ করে। এটি বর্ণনা করেন।