রক্ত জমাট বাধা, প্লাজমা ও লসিকা তন্ত্র

লসিকা গ্রন্থি বেশি থাকে-

i. ঘাড়

ii. গলা 

iii. বগল

নিচের কোনটি সঠিক?

প্লীহা (spleen), টনসিল (tonsil), অ্যাডেনয়েড (adenoid) ইত্যাদি উল্লেখযোগ্য লসিকাগ্রন্থি। এরা যান্ত্রিক ছাঁকুনি হিসেবে কাজ করে এবং লিম্ফোসাইট নামক শ্বেত রক্তকণিকা সৃষ্টি করে। মানবদেহের ঘাড় (neck), বগল (armpit) ও কুঁচকিতে (groin) অধিক সংখ্যক লসিকাগ্রন্থি থাকে।

রক্ত জমাট বাধা, প্লাজমা ও লসিকা তন্ত্র টপিকের ওপরে পরীক্ষা দাও