শৈবাল ও ছত্রাকের সহাবস্থান
লাইকেন থেকে কী পাওয়া যায়?
কীট পতঙ্গের লার্ভার খাদ্য হিসেবেও লাইকেন ব্যবহৃত হয়ে থাকে।
অ্যান্টিবায়োটিক হিসেবে : বিভিন্ন লাইকেন থেকে উৎপন্ন উসনিক অ্যাসিড গ্রাম পজেটিভ ব্যাকটেরিয়ার উপরে অ্যান্টিবায়োটিক রূপে কার্যকর।
টিউমার (ক্যান্সার) রোগে : লাইকেন জাত Usno এবং Evosin নামক অ্যান্টিসেপটিক ক্রিম টিউমার প্রতিরোধক, ব্যথা নিরাময়ক এবং ভাইরাস প্রতিরোধক। কিছু লাইকেন Lichenin ও Isolichenin সৃষ্টি করে। এরা টিউমার প্রতিরোধী।
নিচের কোনটি লাইকেনের জন্য সঠিক?
i. ছত্রাক হচ্ছে লাইকেনে মাইকোবায়োন্ট
ii. এটি একটি হেলোটিজম ধরনের মিথোজীবিতা
iii. এদের রাইজাইন আছে
নিচের কোনটি সঠিক?
ফটোবায়োন্ট ও মাইকোবায়োন্ট নামক দুটি জীবীয় উপাদান সম্মিলিতভাবে ধূসর বা সাদা অথবা কমলা-হলুদ বর্ণের সমাঙ্গদেহী এমন একটি জীবগোষ্ঠী উৎপন্ন করে যাদেরকে পরিবেশ দূষণ নির্দেশকও বলা হয়।
X ও Y দুটি উদ্ভিদ। X উদ্ভিদটি সমাঙ্গদেহী ও স্বভোজী। Y উদ্ভিদটির অধিকাংশ সদস্যই শোষণের মাধ্যমে পুষ্টি সংগ্রহ করে। X ও Y মিলিত হয়ে পৃথক নতুন উদ্ভিদ সৃষ্টি করে।
শাখা -প্রশাখা বিশিষ্ট আর্কষণীয় লাইকেন কে কী বলে?