রাইবোজোম, গলজিবস্তু, লাইসোজোম, সেন্ট্রিওল
লাইসোসোম কোষের এমন একটি অঙ্গানু যা -
সাধারণত দন্ডাকার
অটোলাইসিস প্রক্রিয়া সম্পন্ন করে
দ্যা দু'বে ১৯৫৫ সালে আবিষ্কার করেন
নিচের কোনটি সঠিক?
সাইটোপ্লাজমে অবস্থিত যে অঙ্গাণু হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে তাকে লাইসোসোম বলা হয়।১৯৫৫ সালে ক্রিশ্চিয়ান দ্য দু'বে (Christain de Duve 1917-2013) এ ধরনের অঙ্গাণুর নামকরণ করেন লাইসোসোম। লাইসোজোম সাধারণত বৃত্তাকার, এটি এক স্তরী আবরণী দ্বারা আবৃত। এটি ফ্যাগুসাইটিসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে। এটি অটোলাইসিস ঘটায়।
ভৌত গঠন : লাইসোসোম সাধারণত বৃত্তাকার (গোলাকার), এদের ব্যাস সাধারণত ০.২-০.৮ um। বৃক্ক কোষের লাইসোসোম অপেক্ষাকৃত বড় হয়ে থাকে। প্রতিটি লাইসোসোম একটি একস্তরবিশিষ্ট আবরণী দ্বারা আবদ্ধ থাকে। প্রতিটি লাইসোসোম ভ্যাকুওল ঘন তরলে পূর্ণ থাকে ।এটি এককরবিশিষ্ট আবরণী দ্বারা আবদ্ধ থাকে
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
উদ্দীপকের "A" অংশটির কাজের ক্ষেত্রে প্রযোজ্য-
প্রোটিন সংশ্লেষণ
স্নেহ বিপাক ও সাইটোক্রোম উৎপাদন করা
কোষ বিভাজনে কোষপ্লেট তৈরি করা
নিচের কোনটি সঠিক?
70S রাইবোসোম পাওয়া যায়-
i. আদিকোষে
ii. মাইটোকন্ড্রিয়ায়
iii. ক্লোরোপ্লাস্টে
নিচের কোনটি সঠিক?
নিম্নোক্ত অঙ্গাণুগুলোর প্রত্যেকটির ২টি করে। কাজ লিখ।
i) সাইটোপ্লাজম,
ii) গলগি বডি,
iii) লাইসোসোম
নিচের কোনটিকে ডিকটিয়োসোম বলা হয়?