লালসালু

'লালসালু' উপন্যাসে হাসপাতালের অবস্থান কোথায়?

GAHC 23

• ‘লালসালু' সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত একটি বিখ্যাত বাংলা উপন্যাস। এটি মূলত ধর্মীয় ভণ্ডামি এবং গ্রামের সাধারণ মানুষের সরল বিশ্বাসকে কেন্দ্র করে লেখা হয়েছে।উপন্যাসে গ্রামীণ সমাজের নানা দিক তুলে ধরা হয়েছে। এবং উপন্যাসের করিমগঞ্জ এলাকায় হাসপাতালের অবস্থানের কথা উল্লেখ করা হয়েছে।

লালসালু টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো