biometrics and bioinformatics

লিজা এইচএসসি পরীক্ষার কারণে ঈদের শপিংয়ের জন্য মার্কেটে যেতে পারেনি তবে সে তথ্য প্রযুক্তির সহায়তায় বাসায় বসেই যাবতীয় কেনাকাটা সম্পন্ন করে। লিজার বড় ভাই চিকিৎসা বিজ্ঞানের ছাত্র। সে দেখলো তার বড় ভাই কম্পিউটার নিয়ন্ত্রিত হেলমেট, গ্লাভস ইত্যাদি ব্যবহার করে চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন জটিল বিষয়সমূহ অনুধাবনের চেষ্টা করছে ৷

Din B 16
biometrics and bioinformatics টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question

কোনটি আচরণগত বায়োমেট্রিক সিস্টেম-

i. ভয়েস রিকগনিশন

ii. স্বাক্ষর যাচাইকরণ

iii. ডিএনএ পরীক্ষা

নিচের কোনটি সঠিক?

কম্পিউটার কেন্দ্রিক জীববিজ্ঞান বলা হয় কোনটিকে?

নিচের উদ্দীপকগুলো পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :

হাসান অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার সুযোগ পায়। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে অস্ট্রেলিয়াতে যাওয়া সম্ভব হয় নি। অতঃপর বাংলাদেশে বসেই অনলাইনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী অর্জন করল। হাসান পড়াশুনার ফাঁকে ফাঁকে অনলাইনে কাজ করে অর্থ উপার্জন করে। এতে তার আর্থিক অবস্থার উন্নতি হয়। অপর দিকে হাসানের ছোট ভাই রাকিব নতুন জাতের আলু চাষ করে আর্থিকভাবে লাভবান হয়।

জনাব শাহিলের গবেষণাগারে দ্রুত বর্ধনশীল এবং পোকামাকড় প্রতিরোধী জাতের পাট তৈরি করা হয়েছে। পরীক্ষাগারে প্রবেশের সময় আঙুলের ছাপ দিয়ে প্রবেশ করতে হয়। কিন্তু শাহিল সাহেব ল্যাবরিটরিটি আরও নিরাপদ রাখতে চান।