লোক-লোকান্তর
‘লোক-লোকান্তর’ কবিতায় ‘আহত কবির গান’- পঙ্ক্তিটিতে কবি আহত হন কেন?
লোক থেকে লোকান্তরে আমি যেন স্তব্ধ হয়ে শুনি
আহত কবির গান। কবিতার আসন্ন বিজয়।
বিচিত্র টানাপড়েন ও জীবন-সংগ্রামের ভেতর দিয়ে তাকে উত্তীর্ণ হতে হয় কবিতার সার্বভৌমত্বে এবং জয় হয় কবিতার।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
‘লোক-লোকান্তর' কবিতায় চেতনার তুল্যরূপ কোনটি?
”লোক-লোকান্তর” কাব্যে কবির চেতনারূপ পাখির রং কী?
'এই পৃথিবীতে এক স্থান আছে' কবিতায় শঙ্খচিল কীসের মতো হাওয়ায় চঞ্চল?
স্বপ্ন নয়- শান্তি নয়
ভালোবাসা নয়
হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়
আমি তারে পারি না এড়াতে।
উদ্দীপকের ভাবের সঙ্গে 'লোক-লোকান্তর' কবিতার কোন চরণের মিল পাওয়া যায়?