লোক-লোকান্তর
‘লোক-লোকান্তর’ কবিতায় ‘আহত কবির গান’- পঙ্ক্তিটিতে কবি আহত হন কেন?
লোক থেকে লোকান্তরে আমি যেন স্তব্ধ হয়ে শুনি
আহত কবির গান। কবিতার আসন্ন বিজয়।
বিচিত্র টানাপড়েন ও জীবন-সংগ্রামের ভেতর দিয়ে তাকে উত্তীর্ণ হতে হয় কবিতার সার্বভৌমত্বে এবং জয় হয় কবিতার।