১.১০- ল্যাবরেটরি এর নিরাপত্তা ও ব্যাবহার বিধি
ল্যাবরেটরিতে বাদামি বর্ণের রিয়েজেন্ট বোতলে রাখা A কেমিক্যাল ব্যবহারের পর শিক্ষার্থী বোতলের মুখের কর খোলা রেখেছিল। শিক্ষক বোতলের মুখে কক লাগাতে বললেন।
A কেমিক্যালটি হতে পারে-
A কেমিক্যালটি হলো ক্লোরোফরম । ক্লোরোফরম কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মারাত্মক ক্ষতি করে। শ্বাস-প্রশ্বাসের ক্ষেত্রে শ্বাসনালি ও ফুসফুসের মারাত্মক ক্ষতি করে। বেশি পরিমাণে ফুসফুসে প্রবেশ করলে মৃত্যু অনিবার্য।