১.৬- বুন্সেন বার্নার, রিয়েজেন্ট বোতল
ল্যাবরেটরীতে উচ্চ তাপের বিক্রিয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয় -
জারণ শিখার সাহায্যে উত্তপ্ত করে তাপীয় প্রক্রিয়াকে সুসম্পন্ন করা হয়। পোর্সেলিনের বাটিতে সর্বোচ্চ 1500 °C তাপ দেওয়া যায়। পরীক্ষার শেষে বাটির নমুনাকে পর্যবেক্ষণ করা হয়। তাপ দেওয়া বন্ধ করে পোর্সেলিনের বাটিকে ধীরে ধীরে ঠাণ্ডা করে রুমাল বা কাপড় দ্বারা ধরে তারজালির উপর হতে নামিয়ে টেবিলের উপর রাখা হয়। ঠাণ্ডা হওয়ার পর পোর্সেলিনের বাটি ট্যাপের ঠাণ্ডা পানিতে ধুয়ে ভালোভাবে পরিষ্কার ও শুষ্ক করে যথাস্থানে রেখে দেওয়া হয়। উত্তপ্ত অবস্থায় পোর্সেলিনের বাটিকে কখনো হাত দিয়ে ধরা যাবে না।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই