নেটওয়ার্কের ধারনা ও গুরুত্ব

ল্যাব কক্ষে নেটওয়ার্ক গড়ে তোলার জন্য প্রয়োজনীয় ডিভাইস হচ্ছে--

i. সুইচ

ii. রিপিটার

iii. ব্রীজ

নিচের কোনটি সঠিক?

সুইচ (Switch): হাব থেকে কিছুটা উন্নত সিগন্যাল গ্রহণ করে যেটি সরাসরি কম্পিউটারে তথ্য প্রদান করতে পারে তাকে সুইচ বলে। দেখতে সুইচ ও হাব একই রকম হলেও ভিন্ন পদ্ধতিতে নেটওয়ার্কের গ্রাহকদের। মধ্যে ডেটা আদান-প্রদান করে। এ কারণে সুইচের দাম হাব থেকে বেশি। সুইচের সুবিধা হচ্ছে এতে ডেটা আদান-প্রদানে বিঘ্ন ঘটে না এবং Virtual LAN (VLAN) ভার্চুয়াল লেন ব্যবহার করে ব্রডকাস্ট নিয়ন্ত্রণ করা সম্ভব।

অনেক ল্যাব পরিবেশে, একটি নেটওয়ার্ক তৈরির জন্য সাধারণত একটি সুইচ ব্যবহৃত হয়। যদি ল্যাবে সিগনাল সম্প্রসারণের বা বিভিন্ন নেটওয়ার্ক অংশ সংযুক্ত করার প্রয়োজন হয়, তবে রিপিটার বা ব্রীজও ব্যবহৃত হতে পারে। তবে, ল্যাব নেটওয়ার্কিংয়ের জন্য সবচেয়ে সাধারণ ডিভাইস হল সুইচ।

নেটওয়ার্কের ধারনা ও গুরুত্ব টপিকের ওপরে পরীক্ষা দাও