ঘাসফড়িং এর গঠন

‘ল্যাসিনিয়া’ ঘাসফড়িং এর কোন মুখোপাঙ্গের অংশ?

ম্যাক্সিলা (Maxilla) : ম্যান্ডিবলের পিছনে ও বাইরের দিকে প্রতিপাশে একটি করে লম্বাকার ম্যাক্সিলা থাকে। প্রত্যেক ম্যাক্সিলা কয়েকটি খন্ডে বিভক্ত। সবচেয়ে গোড়ার খণ্ডটি কে কার্ডো (cardo) ও এরপর অবস্থিত খণ্ডককে স্টাইপস (stipes) বলে । স্টাইপলের অগ্রভাগে নখের মতো ল্যাসিনিয়া (lacinia)ও ঢাকনির মতো গ্যালিয়া (galea) নামক দুটি খণ্ড গাশাপাশি অবস্থান করে।

ঘাসফড়িং এর গঠন টপিকের ওপরে পরীক্ষা দাও