ঘাসফড়িং এর গঠন
‘ল্যাসিনিয়া’ ঘাসফড়িং এর কোন মুখোপাঙ্গের অংশ?
ম্যাক্সিলা (Maxilla) : ম্যান্ডিবলের পিছনে ও বাইরের দিকে প্রতিপাশে একটি করে লম্বাকার ম্যাক্সিলা থাকে। প্রত্যেক ম্যাক্সিলা কয়েকটি খন্ডে বিভক্ত। সবচেয়ে গোড়ার খণ্ডটি কে কার্ডো (cardo) ও এরপর অবস্থিত খণ্ডককে স্টাইপস (stipes) বলে । স্টাইপলের অগ্রভাগে নখের মতো ল্যাসিনিয়া (lacinia)ও ঢাকনির মতো গ্যালিয়া (galea) নামক দুটি খণ্ড গাশাপাশি অবস্থান করে।
ঘাসফড়িং এর উদরের খণ্ডকে বিদ্যমান–
টার্গাম
টিমপেনাম
স্পাইরাকল
নিচের কোনটি সঠিক?
চিত্রের উপাঙ্গটি ল্যাবিয়ামকে নির্দেশ করে থাকলে তার ক্ষেত্রে যা প্রযোজ্য-
i. খাদ্য চূর্ণকরণে সাহায্য করে
ii. এটি অধঃওষ্ঠ
iii. পাল্প বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
নিচের কোনটি উদ্দীপকের চিত্রের অংশ?
ঘাসফড়িং এর বক্ষ অঞ্চলের ক্ষেত্রে-
i. একজোড়া শুঙ্গ থাকে
ii. তিন জোড়া পা থাকে
iii. দুই জোড়া শ্বাসছিদ্র থাকে
নিচের কোনটি সঠিক?