ক্রোমোজোম,নিউক্লিক এসিড, DNA ও RNA
শব্দগুলো পড়ো—
P = DNA
Q=RNA
DNA পলিমারেজ কী?
অনুলিপন বলতে কী বোঝ?
উদ্দীপকে উল্লিখিত P-এর গঠন বর্ণনা করো।
P ও Q-এর মধ্যে পার্থক্যগুলো বিশ্লেষণ করো।
জীবকোষে দুই ধরনের জৈব এসিড থাকে, যাহার একটি দ্বি-সূত্রক অবস্থায় বংশগতির বৈশিষ্ট্য বহন করলেও, অপরটি এক সূত্রক এবং প্রোটিন সংশ্লেষণ করে।
কোষের ৮০-৯০% RNA হলো-
নিচের কোনটির গঠন ক্লোভার আকৃতির?