তরঙ্গের প্রকারভেদ
শব্দ তরঙ্গ দ্বারা বায়ুতে সমবর্তন করা যায় না, কারণ এ ধরনের তরঙ্গ হলো -
লম্বিক তরঙ্গের বৈশিষ্ট্য
Characteristics of longitudinal wave
১। যে তরঙ্গের ক্ষেত্রে জড় মাধ্যমের কণাগুলির কম্পনের দিক তরঙ্গ প্রবাহের দিকের সমান্তরাল হয় তাকে
লম্বিক তরঙ্গ বলে।
২। তরঙ্গ প্রবাহে মাধ্যমে সংকোচন ও প্রসারণ সৃষ্টি হয়।
৩। পর পর দুটি সংকোচন বা পর পর দুটি প্রসারণের মধ্যবর্তী দূরত্বকে বা একটি প্রসারণ ও একটি সংকোচনের
মিলিত দৈর্ঘ্যকে তরঙ্গদৈর্ঘ্য বলে।
৪। মাধ্যমে এর সমবর্তন বা পোলারণ ঘটে না।
৫। স্থিতিস্থাপক ধর্মসম্পন্ন মাধ্যমে এই তরঙ্গ উৎপন্ন হয়।