তরঙ্গের প্রকারভেদ

শব্দ তরঙ্গ দ্বারা বায়ুতে সমবর্তন করা যায় না, কারণ এ ধরনের তরঙ্গ হলো -

তপন স্যার,BUET 10-11,MAT 23-24

লম্বিক তরঙ্গের বৈশিষ্ট্য

Characteristics of longitudinal wave

১। যে তরঙ্গের ক্ষেত্রে জড় মাধ্যমের কণাগুলির কম্পনের দিক তরঙ্গ প্রবাহের দিকের সমান্তরাল হয় তাকে

লম্বিক তরঙ্গ বলে।

২। তরঙ্গ প্রবাহে মাধ্যমে সংকোচন ও প্রসারণ সৃষ্টি হয়।

৩। পর পর দুটি সংকোচন বা পর পর দুটি প্রসারণের মধ্যবর্তী দূরত্বকে বা একটি প্রসারণ ও একটি সংকোচনের

মিলিত দৈর্ঘ্যকে তরঙ্গদৈর্ঘ্য বলে।

৪। মাধ্যমে এর সমবর্তন বা পোলারণ ঘটে না।

৫। স্থিতিস্থাপক ধর্মসম্পন্ন মাধ্যমে এই তরঙ্গ উৎপন্ন হয়।

তরঙ্গের প্রকারভেদ টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো