বিলাসী

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন জেলায় জন্মগ্রহণ করেন?

BNMPC 23,CU C 08-09

বিলাসী টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question

অচলায়তন বিদ্যামন্দিরের প্রতিষ্ঠাতা দাদাঠাকুর। মন্দিরের শিষ্যরা প্রচলিত প্রথা, বিধান ও সংস্কারের দাস। রমা নামের একজন শিষ্য পাশের গ্রামে মালোপাড়ার ছেলেদের সঙ্গে মেলামেশা করে। সেই অপরাধে তাকে বিদ্যামন্দির থেকে বের করে দেওয়া হয়।

উদ্দীপকে 'বিলাসী' গল্পের যে সামাজিক দিকটি উপস্থাপিত হয়েছে-

i. ব্রাহ্মণ্যবাদ

ii. হীন মানসিকতা

iii: বর্ণবাদ

নিচের কোনটি সঠিক?

সুমন ডোমপাড়ায় বসবাস করে। তার দুটি সন্তান রয়েছে। তাদের পাশের গ্রামের কায়স্থরা যখন বিভিন্ন পূজা উৎসবে মেতে থাকে, তখন সুমনের সন্তানেরা তা দূর থেকে দেখে। কারণ, ডোমের সন্তান বলে কেউ তাদের অনুষ্ঠানে যোগ দিতে দেয় না।

সুমনের ঘটনার সাথে বিলাসী গল্পের যে দিকগুলোর মিল রয়েছে, তা হলো হিন্দু সমাজের-

i. রক্ষণশীলতা

ii. গোঁড়ামি ও নিষ্ঠুরতা

iii. অর্থলোলুপতা

নিচের কোনটি সঠিক?