লালসালু
শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি' বলতে কী বোঝানো হয়েছে?
ধর্মীয় গোঁড়ামি
ধর্মের প্রভাব
মজিদের নিজের এলাকায় মানুষের খাবার অন্ন নেই কিন্তু তাতে তাদের তেমন কিছু আসে যায় না। তারা অন্নের ব্যবস্থা না করে ধর্মীয় শিক্ষাকে গুরুত্বপূর্ণ মনে করে।
'কোটরাগত নিমীলিত সে চোখে একটুও কম্পন নেই।'
উক্তিটিতে ফুটে উঠেছে-
"তোমার দিলে কি ময়লা আছে” - কার দিল?
'লালসালু' উপন্যাসে মাতব্বর হিসেবে উল্লেখ করা হয়েছে কাকে?
'লালসালু' উপন্যাসে মজিদ কার ভয়ে শঙ্কিত হয়?