জীববৈচিত্র্য সংরক্ষণ পদ্ধতি ও গুরুত্ব

শিক্ষা সফরে শিক্ষার্থীরা চিড়িয়াখানার মতো পর্যটক আকৃষ্টকারী এমন একটি এলাকায় গেলেন যেখানে পর্যটকরা সুরক্ষিত যানবাহনে চড়ে উন্মুক্ত চারণকারী বন্যপ্রাণী পর্যবেক্ষণ করেন।

উদ্দীপকের সংশ্লিষ্ট এলাকা কোনটি?

Ctg B 16,মাজদো বেগম ম্যাম,আজিবুর স্যার

সাফারি পার্ক (Safari Park) : সাফারি পার্ক এক: ধরনের সংরক্ষিত বনভূমি যেখানে বন্য প্রাণীরা (হিংস্র প্রাণীসহ) ন্যূনতম প্রাকৃতিক পরিবেশে রক্ষিত থাকে, মুক্তাবস্থায় স্বাধীনভাবে বিচরণ করে এবং দর্শনার্থীগণ বিশেষ বাহনে অবরুদ্ধ থেকে তাদের গতিপ্রকৃতি অবলোকন করে আনন্দ লাভ করে সেইই পার্ক হলো সাফারি পার্ক। সাফারি পার্কে দেশের নিজম্ব এবং বিদেশ থেকে আনা বন্যপ্রাণী প্রাকৃতিক পরিবেশে বিশেষভাবে সংরক্ষণ করা হয়। প্রাণীরা এখানে মুক্তভাবে ব্রিডিং করতে পারে।

সাফারি পার্কের উদ্লেশ্য হলো : (i) ইকোট্যুরিজম, (ii) বিনোদন, (iii) কনজাভেশন এবং গবেষণা, (iv) জনগণের মব্যে সংরক্ষণ সচেতনতা সৃষ্টি। বাংলাদেশে দুটি সাফারি পাক আছে।

জীববৈচিত্র্য সংরক্ষণ পদ্ধতি ও গুরুত্ব টপিকের ওপরে পরীক্ষা দাও