আচরণের প্রকৃতি ও সহজাত আচরণ (ট্যাক্সিস,রিফ্লেক্স)
শিশুর জন্মের সঙ্গে স্তনপান কোন ধরনের আচরন ?
১. ছাঁচসম্মত (Stereotypy) : আচরণ সব সময় একই রকম হবে।
২. সার্বজনীনতা (Universality) : একটি প্রজাতির সকল সদস্যে এ আচরণ প্রদর্শিত হবে ।
৩. ব্যক্তিগত অভিজ্ঞতা বহির্ভূত (Independence of individual experience) : বিচ্ছিন্ন অবস্থায় থাকলেও
প্রজাতির সব সদস্যে একই আচরণ প্রকাশিত হবে ।
৪. ব্যালিসটিকনেস (Ballisticness) : সাড়া একবার দেয়া হলে পরিস্থিতির পরিবর্তন সাপেক্ষেও তা অপরিবর্তিত থাকে ৷
৫. উদ্দেশ্যের একনিষ্ঠতা (Singleness of purpose) : একটিমাত্র কাজ করে ।
সাগর বিস্কুট খেতে খেতে তাদের কুকুরটিকে সাথে নিয়ে ফুলের বাগানে ঘুরতে গেল। সেখানে একটি গিরগিটিকে ধীরে ধীরে লাল বর্ণ ধারণ করতে দেখল। সাগর তার কুকুরটিকে ধাওয়া করতে বললে কুকুরটি গিরগিটিকে ধাওয়া করে ফিরে এলো। সাগর কুকুরটিকে একটি বিস্কুট খেতে দিল। সাগর কুকুরটিকে দিয়ে এই কাজটি বার বার করালো এবং বিস্কুট খাওয়ালো।
গিরগিটি লাল বর্ণ ধারণ কেন করেছিল?
থিগ্মোট্যাক্সিস কিসের প্রতি প্রক্রিয়া প্রদর্শন করে?
শিক্ষক ক্লাসে পাখির পরিযান ও তিন কাঁটা মাছের অপত্য যত্ন সম্পর্কে পড়ালেন।
জিগ জ্যাগ নৃত্য প্রদর্শন করে-