বাংলাদেশ বিষয়াবলী
‘সংগ্রাম' ও 'প্রত্যাশা' কি?
■ বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজ- সংগ্রাম ও প্রত্যাশা।
■ বাংলাদেশ নৌবাহিনীর প্রথম (বাংলাদেশে তৈরি প্রথম) যুদ্ধজাহাজ বিএনএস পদ্মা (বানৌজা পদ্মা)।
■ বাংলাদেশের বৃহত্তম যুদ্ধ জাহাজ বানৌজা সমুদ্রজয়।
■ বাংলাদেশ নৌবাহিনী যাত্রা শুরু করে- বিএনএস পদ্মা ও পলাশ জাহাজ নিয়ে।
■ বাংলাদেশ চীন থেকে কয়টি সাবমেরিন ক্রয় করে- দুটি সাবমেরিন। যথাঃ
■ বানৌজা নবযাত্রা, বানৌজা জয়যাত্রা।