উদ্ভিদের খনিজ লবণ শোষণ প্রক্রিয়া ও আধুনিক মতবাদসমূহ

সক্রিয় পরিশোষনের ক্ষেত্রে কোনটি সঠিক নয়?

উদ্ভিদ দেহাভ্যন্তরে বিভিন্ন শারীরতাত্ত্বিক প্রক্রিয়া সুসম্পন্ন করতে বিভিন্ন প্রকার খনিজ লবনের অংশগ্রহণ প্রয়োজন পড়ে।সাধারনত দেহাভ্যন্তরে এগুলো তৈরি হয়না বলে মাটি থেকে উদ্ভিদ এসব খনিজলবন শোষন করে থাকে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে যে খনিজলবন সম্পর্কিত ১৭টি উপাদান অত্যাবশ্যকীয়।খনিজলবন পরিশোষন প্রক্রিয়া ২ প্রকার। সক্রিয়া পরিশোষন, নিষ্ক্রিয় পরিশোষন।

সক্রিয় পরিশোষণ:

সক্রিয় পরিশোষণে বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োগের প্রয়োজন পড়ে।

সক্রিয় পরিশোষণে শ্বসন হার বৃদ্ধি পায়।

ক্যাটায়ন (+) ও অ্যানায়ন (-) এর শোষণ একই সাথে সংঘটিত হয়।

সক্রিয় পরিশোষণ বাহক আয়ন বা অণু দ্বারা সম্পন্ন হয়।

সক্রিয় শোষণে এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উদ্ভিদের খনিজ লবণ শোষণ প্রক্রিয়া ও আধুনিক মতবাদসমূহ টপিকের ওপরে পরীক্ষা দাও