সবাত শ্বসন
সবাত ও অবাত শ্বসনের পার্থক্যের ভিত্তি—
নিট শক্তি উৎপাদন
মাইটোকন্ড্রিয়ার সম্পৃক্ততা
অক্সিজেনের প্রয়োজনীয়তা
নিচের কোনটি সঠিক ?
সবাত শ্বসন ও অবাত শ্বসনের মধ্যে পার্থক্য:
১। সবাত শ্বসনে মুক্ত অক্সিজেনের (O) উপস্থিতিতে ঘটে। অন্যদিকে অবাত শ্বসনে মুক্ত অক্সিজেনের অনপস্থিতিতে ঘটে।
২। সবাত শ্বসন বস্তু সম্পূর্ণরূপে জারিত হয়। অন্যদিকে অবাত শ্বসন বস্তু আংশিক জারিত হয় ।
৩। সবাত শ্বসন বায়ুজীবি জীবে ঘটে । অন্যদিকে অবাদ শ্বসন অবায়ুজীবি জীবে ঘটে ।
৪। সবাত শ্বসন প্রান্তীয় হাইড্রোজেন গ্রাহক হল আণবিক অক্সিজেন । অন্যদিকে অবাত শ্বসন প্রান্তীয় হাইড্রোজেন গ্রাহক অক্সিজেনযুক্ত যৌগের অক্সিজেন।
৫। সবাত শ্বসনের উপজাত বস্তু CO ও HO । অন্যদিকে উপজাত বস্তু CO, HO এবং অন্যান্য বস্তু।
৬। সবাত শ্বসন সম্পূর্ণ শক্তি অর্থাৎ 686 Kcal শক্তি উৎপন্ন হয় । অন্যদিকে অবাত শ্বসন আংশিক শক্তি অর্থাৎ 50 Kcal শক্তি উৎপন্ন হয়।
৭। সবাত শ্বসন প্রধানত তিনটি পর্যায়ে হয় -গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র এবং প্রান্তীয় শ্বসন । অন্যদিকে অবাত শ্বসন দুটি পর্যায়ে সম্পর্ণ হয় – গ্লাইকোলাইসিস এবং পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ ।
৮। সবাত শ্বসন সাইটোপ্লাসম ও মাইট্রোকন্ড্রিয়ার মধ্যে ঘটে । অন্যদিকে অবাত শ্বসন মাইট্রোকন্ড্রিয়ার বাইরে অর্থাৎ সাইটোপ্লাসমে ঘটে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
কার্বন বিজারণের গতিপথের উপর ভিত্তি করে উদ্ভিদসমূহকে দুই দলে ভাগ করা যায়। প্রথম দলের উদাহরণ হলো আম ও কাঁঠাল এবং দ্বিতীয় দলের উদাহরণ হলো ভূট্টা ও আখ।
দ্বিতীয় দলের উদ্ভিদে - এর গ্রাহক কোনগুলো?
ফসফোইনল পাইরুভিক এসিড
রাইবুলোজ -৫-ফসফেট
রাইবুলোজ-১,৫ বিসফসফেট
নিচের কোনটি সঠিক?
Cyt-a3 তে O2 এর জারণের সময় অণুঘটক হিসেবে কাজ করে কোনটি?

মাইটোকন্ড্রিয়ায় ঘটে-
i. গ্লাইকোলাইসিস
ii. ক্রেবস চক্র
iii. ইলেকট্রন প্রবাহ তন্ত্র
নিচের কোনটি সঠিক?