যৌবনের গান
সব ধরনের অন্যায় কাজ দুর্নীতির আওতাভুক্ত। সমাজ থেকে দুর্নীতি পুরোপুরি নির্মূল করতে হলে সর্বাগ্রে এগিয়ে আসতে হবে তরুণদের। বর্তমান প্রজন্মের দুঃসাহসী তরুণেরাই পারে এ দেশকে দুর্নীতিমুক্ত করতে।
উদ্দীপকে বর্ণিত তরুণদের ভূমিকা 'যৌবনের গান' প্রবন্ধের—
i. যৌবনের দুঃসাহসী রূপ
ii. যৌবনের প্রকৃত রূপ
iii. যৌবনের বিকৃত রূপ
নিচের কোনটি সঠিক?
'জবাকুসুমসঙ্কাশ' শব্দটির অর্থ কী?
'মার্তণ্ডপ্রায়' শব্দের অর্থ কী?
সানইয়াত কোন প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি নির্বাচিত হন?
— নাম কী ভাই আপনার?
— নরোত্তম পালিত।
— সত্যি গতবারের শিখারিগাছের বন্যায় দেখলাম কী সাংঘাতিক পরিশ্রম করেছেন। এবার পাথরঘাটার ভূমিকম্পে আশ্রয়হীন মানুষগুলোকে যেভাবে সাহায্য করলেন — আপনিই নরে উত্তম।
'যৌবনের গান' প্রবন্ধে উল্লিখিত যার মহৎ গুণ উদ্দীপকের নরোত্তম পালিতের মধ্যে প্রকাশিত হয়-
i. মহামানবের
ii. মহাত্মার
iii. মহাবীরের
নিচের কোনটি সঠিক?