প্রোগ্রামের ধারনা ও কম্পিউটার মেমোরি

সরাসরি কোন ভাষা কম্পিউটারে ব্যবহার করা হয়?

যান্ত্রিক ভাষা/ মেশিন ভাষা :

কম্পিউটারের জন্য মেশিন কোড খুব সহজবোধ্য হলেও মানুষের জন্য মেশিন ল্যাঙ্গুয়েজের কোড পড়া দুঃসাধ্য।কম্পিউটারের প্রসেসর বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে বিভিন্ন হিসেব করে। বাইনারি সংখ্যা পদ্ধতিতে কেবল দুটি অঙ্ক রয়েছে- 1 ও ০। এই দুটি অঙ্ক ব্যবহার করেই প্রসেসরের জন্য বিশেষ সংকেত তৈরি করা হয়। ০ ও 1 দিয়ে তৈরি যে প্রোগ্রাম, তাকে বলে মেশিন কোড (machine code), আর এই ভাষাটিকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ। আর মেশিন ল্যাঙ্গুয়েজ বা মেশিন ভাষায় লিখিত প্রোগ্রাম কে অবজেক্ট প্রোগ্রাম বলে।মেশিন ভাষায় প্রোগ্রামিং বাইনারী অঙ্কে লিখতে হয় যার ফলে সময় ও শ্রম বেশি লাগে।তাই এটি ক্লান্তিকর ও সময়সাপেক্ষ।

প্রোগ্রামের ধারনা ও কম্পিউটার মেমোরি টপিকের ওপরে পরীক্ষা দাও