নেকলেস
| সর্বদাই লোইসেলের মনে দুঃখ হতো কেন? | ২.৫ |
দরিদ্র পরিবারে জন্মগ্রহণ ও কেরানির সাথে বিয়ে হওয়ায় বিলাসী জীবন কাটাতে পারে না বলে লোইসেলের দুঃখ হতো। মাদাম লাইসেল অপূর্ব সুন্দরী তরুণী হওয়া সত্ত্বেও তার বিয়ে হয়েছে এক দরিদ্র কেরানির সাথে। তার জীর্ণ বাসগৃহে ছিল দারিদ্র্যের ছাপ। ধনী রমণীদের মতো কোনো দামি কাপড় বা জড়োয়া গহনাও তার ছিল না। কিন্তু সে ভাবত, পৃথিবীর যাবতীয় সুরুচিপূর্ণ ও বিলাসিতার উপকরণ ব্যবহার করার জন্যই তার জন্ম হয়েছে। আর এই উচ্চাকাক্সক্ষা পূরণ না হওয়ায় মাদাম লোইসেলের দুঃখ হতো।
নম্বর বণ্টনঃ
‘দরিদ্র পরিবারে জন্মগ্রহণ ও কেরানির সাথে বিয়ে হওয়ায় বিলাসী জীবন কাটাতে পারে না বলে লোইসেলের দুঃখ হতো’ বুঝিয়ে লিখলে ১.৫ নম্বর।
প্রাসঙ্গিক লিখলে ০১ নম্বর।
[বি.দ্রঃ দুই বা ততোধিক বানান ভুলের জন্য ০.৫ নম্বর কর্তন করা হবে।]
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই