সহজাত আচরন(ইনসটিংক্টস)
সহজাত আচরণের বৈশিষ্ট্য কোনটি?
সহজাত আচরণের বৈশিষ্ট্য :
(i) এটি জিন নিয়ন্ত্রিত, বংশগত আচরণ; একই প্রজাতির অন্তর্ভুক্ত প্রতিটি প্রানী জন্য এ আচরণ সুনির্দিষ্ট ।
(ii) এ আচরণ শিক্ষণের মাধ্যমে বা পূর্ব অভিজ্ঞতা দ্বারা পরিচালিত হয় না ।
(iii) এ আচরন বংশানুক্রমে একইভাবে চলতে থাকে । মাকড়সার জাল বুনন, পাখির বাসা তৈরি বংশানুক্রমে একইভাবে চলে আসছে।
(iv) এ আচরণ জন্মগত; কোনো কোনো প্রাণীতে জন্মের পরই এ আচরণ প্রকাশ পায়। যেমন-জন্মের পরই শাবকে মাতৃস্তন দুগ্ধ পান করা । আবার অনেক প্রাণীতে পরিপক্কতার মধ্যদিয়ে তার আচরণ প্রকাশ পায়। যেমন—সঙ্গী নির্বাচন,পাখির বাসা তৈরি, ডিমে তা দেয়া ইত্যাদি ।
(v) কোনো না কোনো উদ্দেশ্য সাধনের জন্য প্রাণীরা এ আচরণ করে থাকে ।
(vi) সহজাত আচরণের সঙ্গে বুদ্ধির কোনো সম্পর্ক নেই ।
(vii) এ আচরণ প্রাণীর জৈবিক প্রয়োজন মেটাতে সাহায্য করে, আত্মরক্ষা, বংশরক্ষা ও অন্যান্য কাজে
সহায়তা দান করে ।
উদ্দিপকের 'A' চিহ্নিত অংশের বৈশিষ্ট্য -
স্কেলেরোপ্রোটিনে গঠিত
স্টিলের চেয়ে ৫গুন শক্ত
স্পিনারেটের মাধ্যমে সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
মাকড়সার সিল্ক গ্রন্থি থেকে কি নিঃসৃত হয়?
সহজাত আচরণ হলো—
i. মৌমাছির মৌচাক তৈরি করা
ii. পিনের খোঁচা লাগলে হাত সরিয়ে ফেলা
iii.মাকড়শার জাল বোনা
নিচের কোনটি সঠিক?
তিনকাঁটা স্টিকলব্যাক পুরুষ মাছের বৈশিষ্ট্য-
নিচের কোনটি সঠিক?