সহজাত আচরন(ইনসটিংক্টস)

সহজাত আচরণের বৈশিষ্ট্য কোনটি?

BB 19,পারভীন খানম ম্যাম

সহজাত আচরণের বৈশিষ্ট্য :

(i) এটি জিন নিয়ন্ত্রিত, বংশগত আচরণ; একই প্রজাতির অন্তর্ভুক্ত প্রতিটি প্রানী জন্য এ আচরণ সুনির্দিষ্ট ।

(ii) এ আচরণ শিক্ষণের মাধ্যমে বা পূর্ব অভিজ্ঞতা দ্বারা পরিচালিত হয় না ।

(iii) এ আচরন বংশানুক্রমে একইভাবে চলতে থাকে । মাকড়সার জাল বুনন, পাখির বাসা তৈরি বংশানুক্রমে একইভাবে চলে আসছে।

(iv) এ আচরণ জন্মগত; কোনো কোনো প্রাণীতে জন্মের পরই এ আচরণ প্রকাশ পায়। যেমন-জন্মের পরই শাবকে মাতৃস্তন দুগ্ধ পান করা । আবার অনেক প্রাণীতে পরিপক্কতার মধ্যদিয়ে তার আচরণ প্রকাশ পায়। যেমন—সঙ্গী নির্বাচন,পাখির বাসা তৈরি, ডিমে তা দেয়া ইত্যাদি ।

(v) কোনো না কোনো উদ্দেশ্য সাধনের জন্য প্রাণীরা এ আচরণ করে থাকে ।

(vi) সহজাত আচরণের সঙ্গে বুদ্ধির কোনো সম্পর্ক নেই ।

(vii) এ আচরণ প্রাণীর জৈবিক প্রয়োজন মেটাতে সাহায্য করে, আত্মরক্ষা, বংশরক্ষা ও অন্যান্য কাজে

সহায়তা দান করে ।

সহজাত আচরন(ইনসটিংক্টস) টপিকের ওপরে পরীক্ষা দাও