মাইটোসিস ও এর ধাপ
সাইটোকাইনিসের বৈশিষ্ট্য হলো—
নিচের কোনটি সঠিক?
১। এ পদ্ধতিতে কোষের সাইটোপ্লাজমের বিভাজন ঘটে।
২। অপেক্ষাকৃত সরল পদ্ধতি এবং কম সময়ের প্রয়োজন।
৩। একে কোনো পর্যায়ে বিভক্ত করা হয় না।
৪। সাইটোপ্লাজম সমান দুটি ভাগে বিভক্ত হয়।
৫। কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে।
৬। সাইটোকাইনেসিস ক্যারিওকাইনেসিসের পরে ঘটে।
মাইটোসিসের কোন ধাপে ক্রোমোসোমীয় নৃত্য দেখা যায়?
কোষ বিভাজনের কোনো এক দশায় প্রতিটি ক্রোমোসোম আকর্ষণ তন্ত্রর সাথে যুক্ত হয়ে ক্রোমোসোমীয় নৃত্য প্রদর্শন করে। আবার আর এক ধরনের কোষ বিভাজনের সময় প্রতি জোড়া হোমোলোগাস ক্রোমোসোমের দুটি নন-সিস্টার ক্রোমাটিড বিভিন্ন স্থানে ইংরেজি 'X' অক্ষরের ন্যায় যুক্ত থাকে।
জীবদেহে মাইটোসিস প্রক্রিয়ার গুরুত্বের ক্ষেত্রে বলা যায়-
i. জননাঙ্গ সৃষ্টি ও জননকোষের সংখ্যাবৃদ্ধি
ii. ক্রোমোসোমের সংখ্যার সমতা রক্ষা
iii. ক্রমাগত ক্ষয় পূরণ
নিচের কোনটি সঠিক?