মানুষের শ্বসন তন্ত্রের বিভিন্ন অংশের গঠন ও কাজ
সারফেকট্যান্ট কোথায় পাওয়া যায়?
অ্যালভিওলাস-প্রাচীরের কিছু বিশেষ কোষ প্রাচীরের অন্তঃতলে ডিটারজেন্ট (detergent)- এর মতো রাসায়নিক পদার্থ ক্ষরণ করে এ পদার্থকে সারফেকট্যান্ট (surfactant) বলে। এ পদার্থ অ্যালভিওলাস-প্রাচীরের তরল পদার্থের পৃষ্ঠটান (surface tension) কমিয়ে দেয়, ফলে শ্বাস-প্রশ্বাসের সময় ফুসফুস কম পরিশ্রমে সংকুচিত ও প্রসারিত হতে পারে।