লিখিত ও অন্যান্য
সারাংশ লিখ। (অনধিক ৪ বাক্যে)
কিসে হয় মর্যাদা? দামী কাপড়ে, গাড়ি-ঘোড়ায়, না ঠাকুরদাদার কালের উপাধিতে? না, মর্যাদা ঐ সকল জিনেসে নাই। আমি দেখতে চাই তোমার ভিতর বাহির, তোমার অন্তর। আমি দেখতে চাই তুমি চরিত্রবান কি না, তুমি কঠিন সত্যের উপাসক কি না? তোমার মাথা দিয়ে কুসুমের গন্ধ বেরোয়, তোমায় দেখলে দাসদাসী দৌড়ে আসে, প্রজারা তোমায় দেখে সম্রস্ত হয়, তুমি মানুষের ঘাড়ে চড়ে হাওয়া খাও, মানুষকে দিয়ে জুতা খোলাও, তুমি দিনের আলোতে মানুষের টাকা আত্মসাৎ কর, বাপ-মা, শ্বশুর-শাশুড়ী তোমায় আদর করেন; আমি তোমায় (অবজ্ঞায়) বলবো যাও।
সারাংশ : অর্থ-সম্পদ, বংশ মর্যাদা, প্রভাব-প্রতিপত্তি ইত্যাদি মানুষকে মর্যাদা দিতে পারে না, বরং দাম্ভিক ও অহংকারী করে তোলে। সচ্চরিত্র, সত্যবাদিতা, জ্ঞান ইত্যাদি মহৎ মানবিক গুণাবলি মানুষকে প্রকৃত মর্যাদার আসনে অধিষ্ঠিত করে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
No related questions found