লিখিত ও অন্যান্য

সারাংশ লিখ। (অনধিক ৪ বাক্যে)

কিসে হয় মর্যাদা? দামী কাপড়ে, গাড়ি-ঘোড়ায়, না ঠাকুরদাদার কালের উপাধিতে? না, মর্যাদা ঐ সকল জিনেসে নাই। আমি দেখতে চাই তোমার ভিতর বাহির, তোমার অন্তর। আমি দেখতে চাই তুমি চরিত্রবান কি না, তুমি কঠিন সত্যের উপাসক কি না? তোমার মাথা দিয়ে কুসুমের গন্ধ বেরোয়, তোমায় দেখলে দাসদাসী দৌড়ে আসে, প্রজারা তোমায় দেখে সম্রস্ত হয়, তুমি মানুষের ঘাড়ে চড়ে হাওয়া খাও, মানুষকে দিয়ে জুতা খোলাও, তুমি দিনের আলোতে মানুষের টাকা আত্মসাৎ কর, বাপ-মা, শ্বশুর-শাশুড়ী তোমায় আদর করেন; আমি তোমায় (অবজ্ঞায়) বলবো যাও।

সারাংশ : অর্থ-সম্পদ, বংশ মর্যাদা, প্রভাব-প্রতিপত্তি ইত্যাদি মানুষকে মর্যাদা দিতে পারে না, বরং দাম্ভিক ও অহংকারী করে তোলে। সচ্চরিত্র, সত্যবাদিতা, জ্ঞান ইত্যাদি মহৎ মানবিক গুণাবলি মানুষকে প্রকৃত মর্যাদার আসনে অধিষ্ঠিত করে।

লিখিত ও অন্যান্য টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question

 ক)মেট্রোরেল বাংলাদেশের উন্নয়নের নতুন মাইলফলক এ বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা কর ।

অথবা,

খ) 'সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন' শিরোনামে একটি খুদে গল্প লেখো।

ক)   সারমর্ম লেখো।

ধন্য আশা কুহকিনী! তোমার মায়ায় 
অসার সংসার চক্র ঘোরে নিরবধি;
 দাঁড়াইত স্থিরভাবে চলিত না, হায়
মন্ত্রবলে তুমি চক্র না ঘুরাতে যদি।
ভবিষ্যৎ অন্ধ মূঢ় মানবসকল
ঘুরিতেছে কর্মক্ষেত্রে বর্তুল-আকার;
তব ইন্দ্রজাল মুগ্ধ, পেয়ে তব বল
যুঝিছে জীবন যুদ্ধে হায় অনিবার।
নাচায় পুতুল যেবা দক্ষ বাজিকরে
নাচাও তেমনি তুমি অর্বাচীন নরে।

অথবা

খ)  ভাবসম্প্রসারণ করো :

আমার একার আলো সে যে অন্ধকার, যদি না সবারে অংশ দিতে পারি তার

ক) নবান্ন উৎসব উৎযাপনের উপর একটি দিনলিপি লেখো।

অথবা

খ) খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো ও তার প্রতিকার সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো।

ক) মোবাইল ফোনের অপব্যবহারের ক্ষতিকর দিকগুলো উল্লেখ করে তোমার বন্ধুকে একটি বৈদ্যুতিক চিঠি লেখো।

অথবা

খ) কোনো কলেজে 'প্রভাষক' পদে নিয়োগ লাভের জন্য আবেদন লেখো।