সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ও লিমিটিং ফেক্টর
সালোকসংশেষণের সহায়তা করে কোনটি?
আলোক শক্তিকে শোষণ করে তা সঞ্চিত রাসায়নিক শক্তিতে রূপান্তরের প্রক্রিয়াকে বলা হয় ফটোসিনথেসিস (The process of absorbing light energy and converting it into stored chemical energy is called photosynthesis.)
সঞ্জীব জীবকে তার কোষের কাঠামো গঠন করতে এবং জীবন ধারণের প্রক্রিয়াসমূহ পরিচালনা করতে জটিল কার্বন যৌগের (কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড) প্রয়োজন হয়। আলোক শক্তি রূপান্তরিত হয়ে এসব কার্বন যৌগে রাসায়নিক শক্তি হিসেবে জমা হয়। তাই বলা হয়, ফটোসিনথেসিস হলো আলোক শক্তি ব্যবহার করে কোষে কার্বন যৌগ তৈরি করা
সালোকসংশ্লেষণের আলোক পর্যায়ে কোনটি উৎপন্ন হয়?
শ্রেণি শিক্ষক বললেন, সজীব উদ্ভিদ একটি গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক প্রক্রিয়ায় খাদ্য উৎপন্ন করে এবং উপজাত হিসেবে X ধরনের গ্যাসীয় উপাদান নির্গত করে যা অন্য আরো একটি জৈব রাসায়নিক প্রক্রিয়ায় খাদ্য বস্তুকে জারিত করে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে।
ফটোসিস্টেম -II এ কোন রঞ্জক থাকে?
পানির ফটোলাইসিসের জন্য কোনটি প্রয়োজন?