প্রোগ্রামের সংগঠন
সিনট্যাক্স ভুল হলো-
i) ব্রাকেট ঠিকমতো না দেওয়া
ii) কমা না দেওয়া
iii) বানান ভুল করা
নিচের কোনটি সঠিক?
সিনট্যাক্স ভুল (Syntax Error)
সিনট্যাক্স ভুল বলতে বোঝায় প্রোগ্রামিং ভাষার ব্যাকরণগত ভুল। যেমন বানান ভুল (PRINT কে PRIMT লেখা ইত্যাদি); কমা, ব্রাকেট ঠিকমত না দেওয়া; কোন চলের মান না জানানো প্রভৃতি। এসব ভুল সংশোধন করা খুবই সহজ কারণ সিনট্যাক্স ভুলের বেলা কম্পিউটার একটি ভুলের বার্তা ছাপায় যেমন 12 নম্বর লাইনে অমুক ভুল আছে। চলের মান না জানানো হলে অবশ্য ভুল সংশোধন করা অপেক্ষাকৃত কঠিন কারণ চলের মান ঠিক কোন লাইনে জানাতে হবে তা নিজে ভেবে বার করতে হয়। এক্ষেত্রে ভুলের বার্তায় যে লাইনের উল্লেখ থাকে চলের মান কিন্তু তার আগের কোন লাইনে জানাতে হয়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই