প্রত্যাবর্তনের লজ্জা
সিয়াম পড়াশোনা শেষ করেছে। জীবিকার তাগিদে শহরে পাড়ি জমাতে চায়। কিন্তু শহুরে জীবন তার পছন্দ নয়। তাই গ্রাম ছেড়ে যাওয়ার সময় গ্রামের সেই নৈসর্গিক রূপ, তার শৈশব-কৈশোরের স্মৃতিবিজড়িত স্থান- এসব দেখে তার মন কাঁদে। কিছু দূর গিয়েও সে আবার মায়ের কোলেই ফিরে আসে।
উদ্দীপকের 'মায়ের কোল' বলতে বোঝানো হয়েছে-
i. কবির মা
ii. প্রকৃতির প্রতিমূর্তি
iii. কোনো দেবী
নিচের কোনটি সঠিক?