প্রোগ্রামের সংগঠন
সি কম্পাইলারে বিল্ট-ইন ফাংশনগুলো কোথায় থাকে?
প্রিডিফাইন্ড লাইব্রেরী ফাংশন বা বিল্ট ইন ফাংশনঃ এই সব ফাংশন C স্ট্যান্ডার্ড লাইব্রেরী তে আগে থেকেই তৈরী করা আছে। আমরা শুধু এই সব ফাংশন ব্যবহার করতে পারি, কিন্তু এদের কার্য নিয়ন্ত্রক কোড সমূহ পরিবর্তন করতে পারি না। যেমন, ইনপুট ফাংশন scanf() এবং আউটপুট ফাংশন printf() লাইব্রেরী ফাংশনের উদাহরণ ফাংশন।