রিকম্বিন্যান্ট ডিএনএ প্রযুক্তি
সুপার রাইসে থাকে কোন ভিটামিন?
সোনালী চাল বা স্বর্ণধান বা গোল্ডেন রাইস হল এশীয় ধানের (Oryza sativa) একটি জাত।প্রকৌশল প্রযুক্তির মাধ্যমে এই ধানে বিটা ক্যারোটিন যুক্ত করা হয়। বিটা ক্যারোটিন থেকে মানুষের শরীরে ভিটামিন এ তৈরি হয়। প্রতিবছর ভিটামিন এ-র অভাবে সারাবিশ্বে প্রায় ৬ লাখ ৭০ হাজার শিশু মারা যায়, যাদের বয়স পাঁচ বছরেরও কম।
কোন এনজাইমটি DNA কর্তনের আনবিক কাঁচি ?
ড. শফিক গবেষণাগারে বীজ ছাড়াই A উদ্ভিদের অসংখ্য চারা উৎপাদন করেছেন এবং ড. রফিক আরেকটি বিশেষ পদ্ধতিতে B উদ্ভিদে বিটা-ক্যারোটিন ও আয়রন তৈরির জিন সংযুক্ত করে নতুন জাত তৈরি করলেন।
রিকম্বিনেন্ট DNA প্রযুক্তিতে নিম্নের কোন এনজাইম দিয়ে DNA কর্তন করা হয়?
৪ চক্র PCR শেষে একটি DNA ডুপ্লেক্স থেকে কয়টি DNA ডুপ্লেক্স পাওয়া যায়?