রিকম্বিন্যান্ট ডিএনএ প্রযুক্তি

সুপার রাইসে থাকে কোন ভিটামিন?

VNSC 23

সোনালী চাল বা স্বর্ণধান বা গোল্ডেন রাইস হল এশীয় ধানের (Oryza sativa) একটি জাত।প্রকৌশল প্রযুক্তির মাধ্যমে এই ধানে বিটা ক্যারোটিন যুক্ত করা হয়। বিটা ক্যারোটিন থেকে মানুষের শরীরে ভিটামিন এ তৈরি হয়। প্রতিবছর ভিটামিন এ-র অভাবে সারাবিশ্বে প্রায় ৬ লাখ ৭০ হাজার শিশু মারা যায়, যাদের বয়স পাঁচ বছরেরও কম।

রিকম্বিন্যান্ট ডিএনএ প্রযুক্তি টপিকের ওপরে পরীক্ষা দাও