জলভাগ ও পাহাড়- পর্বত
সুয়েজ খালের খনন কার্য কোন সালে সম্পন্ন হয় ?
বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃত্রিম খাল মিশরের সুয়েজ খাল। ১৮৫৯ সালে ফরাসি ইঞ্জিনিয়ার ফার্ডিনান্ড ডি রিসেপসের নেতৃত্বে এর খনন কাজ শুরু হয় এবং ১৮৬৯ সালে খনন কাজ সমাপ্ত এবং উদ্বোধন করা হয়। ১৯৫৬ সালে মিশর সুয়েজ খাল জাতীয়করণ করে।