ব্যাতিচার ও সমবর্তন
সুসংগত আলোর উৎসের ক্ষেত্রে-
i. উৎস দুটি ক্ষুদ্র হবে
ii. উৎস হতে সমান তরঙ্গ দৈর্ঘ্যের আলো নির্গত হবে
iii. উৎস দুটি পরস্পর থেকে স্বল্প দূরত্বে হতে হবে
নিচের কোনটি সঠিক?
সুসঙ্গত উৎস (Coherent source) : দুটি উৎস হতে সমদশাসম্পন্ন বা কোনো নির্দিষ্ট দশা পার্ধক্যের একই তরফ্তদৈর্থ্যের দুটি আলোক তরফ্ণ নিঃসৃত হলে তাদেরকে সুসষ্ণত উৎস বলে।
জালোক উৎস দূটি হতে নিঃসৃত তরষ্গুলির দশা পার্থক্য সব সময় একই থাকে এবং একটি তরজ্ঞের দশার কোনো পরিবর্তন হলে অপরটিরও সম পরিমাণ দশা পরিবর্তন হতে হবে।
সুসঙ্গত আলোক উৎস তৈরির জন্য সাধারণত একটি উৎস থেকে নির্গত জালোকে দূটি অংশে এমনভাবে বিভক্ত করা হয় যেন প্রতিটি বিভক্ত অংশই একটি
স্বতন্ত্র
উৎস হয়। এই দুটি বিভক্ত অংশকে
দুটি সুসঙ্গত উৎস হিসেবে ধরা হয়।Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
নিচের কোনটির কারণে আলোক তরঙ্গ পোলারায়িত বা সমবর্তিত করা যায়?
শব্দকে সমবর্তন(বা পোলারায়ন) করা যায় না কারন শব্দ-

চিত্রে বিন্দুতে গঠনমূলক ব্যতিচার হলে ও উৎস থেকে নিঃসৃত তরঙ্গদ্বয়ের দশা পার্থক্য হবে-
একজন ছাত্র 100 cm ফোকাস দূরত্বের একটি লেন্স দিয়ে 0.01 cm দৈর্ঘ্যের কণা পরীক্ষা করছিল। পরে সে একটি নলের এক প্রান্তে এই লেন্স ও অন্য প্রান্তে 4 cm ফোকাস দূরত্বের অন্য লেন্স লাগিয়ে আকাশ পর্যবেক্ষণ করল।