১.৪- পল বুঙ্গী, ডিজিটাল ব্যালান্স
সেমিমাইক্রো অ্যানালিটিক্যাল পদ্ধতিতে-
নিচের কোনটি সঠিক?
সেমিমাইক্রো বিশ্লেষণ : ম্যাক্রো ও সেমিমাইক্রো পদ্ধতিতে কিছু কিছু বিকল্প বিকারক ব্যবহৃত হয়। যেমন কপার লবণ ও জিংক লবণ-এর ক্ষারকীয় মূলক শনাক্তকরণে কিপযন্ত্র থেকে গ্যাস ব্যবহৃত হয় ম্যাক্রো পদ্ধতিতে । সেমিমাইক্রো পদ্ধতিতে কিপ্যন্ত্রে প্রস্তুত করা এর পরিবর্তে থায়োঅ্যাসিট্যামাইড () ব্যবহৃত হয় । এটি দ্রবণের পানির সাথে বিক্রিয়া করে অল্প পরিমাণে উৎপন্ন করে। সেমিমাইক্রো ও মাইক্রো পদ্ধতিতে খুব অল্প বস্তু ব্যবহৃত হয় বলে বিভিন্ন ভৌত প্রক্রিয়া যেমন পৃথকীকরণ, ধৌতকরণ প্রভৃতি দ্রুত সম্পন্ন হয় । এতে সময় কম লাগে। বিকারক কম ব্যবহৃত হওয়ায়, খরচও কম; এতে পরিবেশের ওপর প্রভাবও কম পড়ে। তবে এ সব পদ্ধতিতে ব্যবহৃত যন্ত্রপাতি দামি হয়; বিশেষত মাইক্রো পদ্ধতিতে ব্যবহৃত যন্ত্রপাতির দাম বেশি। বর্তমানে বিভিন্ন দেশে জৈব, অজৈব ও সাধারণ ভৌত রসায়নে সেমিমাইক্রো পদ্ধতির প্রসার লাভ করছে।
একজন শিক্ষার্থী ল্যাবরেটরিতে আয়তনিক বিশ্লেষণের জন্য ব্যুরেটে অজানা মাত্রা HCl দ্রবণ নিয়ে একটি বিকারে 10 mL 0.05M Na2CO3 দ্রবণ নিয়েছিল।
বিকারে Na2CO3 দ্রবণ নিতে শিক্ষার্থীকে কোন গ্লাস সামগ্রি ব্যবহার করা সঠিক হবে?
রসায়ন ল্যাবে ব্যবহৃত আয়তন পরিমাপের সূক্ষতা কত?
পলবুঙ্গি নিক্তির লেভেল সঠিক করার জন্য ঘুরানো হয়-
সামনে ডান পাশের স্ক্রু
সামনে বাম পাশের স্ক্রু
পিছনে মাঝের স্ক্রু
নিচের কোনটি সঠিক?
সেমিমাইক্রো অ্যানালাইটিক্যাল পদ্ধতিতে বিষাক্ত এর পরিবর্তে কী ব্যবহার করা হয়?