ওয়েবসাইটের কাঠামো ও বিস্তারিত
সে আইসিটি শিক্ষক আসমা ম্যাডাম ওয়েবপেইজ তৈরির জন্য পেই শিক্ষার্থীদের নিচের চিত্রের মতো ওয়েবপেইজ কাঠামোর পরামর্শ দিলেন। শিক্ষার্থীদের মধ্যে অহনা চিত্র-১ এবং অরিত্র চিত্র-২ নং কাঠামো বেছে নিয়ে ওয়েবপেইজ তৈরি করল ।
হোম পেইজ কী?
ওয়েবপেইজ ডিজাইনে HTML এর গুরুত্ব ব্যাখ্যা কর ।
অহনার ওয়েব পেইজ স্ট্রাকচারটি শনাক্ত করে ব্যাখ্যা কর ।
উদ্দীপকে স্ট্রাকচার দুটির মধ্যে অরিত্রর স্ট্রাকচারটি স্বাচ্ছন্দ্যে ববহার করা যায় – বিশ্লেষণপূর্বক মতামত দাও ৷
ওয়েবসাইটের একেবারে প্রথমে যে পেইজ থাকে তাকে কী বলে?
ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের প্রয়োজন-
i. HTML
ii. JSP
iii. PHP
নিচের কোনটি সঠিক?
ওয়েব সাইটকে নির্দিষ্ট কোনো সার্ভারে স্থাপন করাকে কী বলে?
HTML এর উদ্ভাবক হলেন-